এটিএম নিউজ ডেস্কঃ
ATM news tv এর সন্মানিত চেয়ারম্যান লায়ন আমিরুল গনি খোকন এর মেজ ভাবি, ATM news tv এর সন্মানিত Adviser & Director ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্য পেকুয়ার কৃতি সন্তান বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক লায়ন জিয়াউল করিম এর সহধর্মিনী জেবুন্নেছা করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
সোমবার (১৫ জুন) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে তাঁর মৃত্যু হয়েছে। এটিএম নিউজের চেয়ারম্যান লায়ন আমিরুল গণি খোকন তাঁর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রচন্ড শ্বাস কষ্টে ভোগছিলেন জিয়াউল করিমের স্ত্রী। কক্সবাজারে আইসিও সংকট থাকায় রবিবার কক্সবাজার থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেছিল কর্তব্যরত ডাক্তার। সেখানেও মেলেনি সোনার হরিণ আইসিইউ। এমনকি চট্টগ্রামে কোন হাসপাতালে তাকে ভর্তি করেনি। অবশেষে লাশবাহী গাড়িতেই লাশ হলেন হতভাগা গৃহবধু।
জেবুন্নিছা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ সাহেবের পারিবারিক আত্মীয় ও পেকুয়া সিকদার পাড়া মৌলভী বাড়ির মাষ্টার এহসানুল হক প্রথমকন্যা।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এটিএম নিউজ পরিবার ও চকরিয়া প্রেসক্লাব।
Leave a Reply