দৈনিক এটিএম নিউজ
৬দিন ধরে চকরিয়া বদরখালী হেফজখানার এক ছাত্র নিখোঁজ
।।।।।।।।।।।।।
চকরিয়া উপজেলার বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বাজারপাড়া হাফেজখানার ছাত্র আবদুল ছামিম প্রকাশ বাবুল (১০) গত ৬দিন ধরে নিখোঁজ রয়েছে। সে ওই এলাকার আবদুল মজিদের পুত্র। এনিয়ে নিখোঁজ ছাত্রের নানী হাজী নুরুল আলমের স্ত্রী সাকেরা বেগম (৬০) বাদী হয়ে ৩সেপ্টেম্বর’২০ইং চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (নং১১০) দায়ের করেন।
জানাগেছে, নিখোঁজ হেফজখানার ছাত্র আবদুল ছামিম প্রকাশ বাবুল (১০) এক প্রকার এতিম। পিতা-মাতার আদর স্নেহ বিহীন নানার বাড়ির তত্ত্বাবধানে হেফজখানায় কোরআন শিখছেন সে। গত ২৯সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ি থেকে বের হয় বদরখালী বাজারপাড়া হাফেজখানার উদ্যোশ্যে। কিন্তু যথাসময়ে হেফজখানাও যায়নি, বাড়িতেও ফিরেনি। গত ৬দিনেও খোজ না মেলায় সন্ধান লাভের আশায় থানায় জিডি করেন। তার গায়ের রং শ্যামলা, মুখ-গোলাকার, উচ্চতা ৪ফুট ২ইঞ্চি, পরনে লুঙ্গি,হলুদ রংয়ের পাঞ্জাবী, সাদা টুপি ও লাল সেন্ডেল রয়েছে। কেউ এই ছাত্রের সন্ধান পেলে নিকটস্ব থানা ও আত্বীয় স্বজনের০১৮১৩৬১৯৮২৭ ও ০১৮২৭৮৯৮৫৮৬ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য আকুল আবেদন জানিয়েছেন।
Leave a Reply