“হকারদের মালামাল রাখার নিরাপদ স্থান সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়”
নগরীর জিন্দাবাজার এলাকায় সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভিতরে রাখা হচ্ছে হকারদের মালামাল। মার্চ মাস থেকে করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। দির্ঘদিন বন্ধ থাকার ফলে হকাররা বিদ্যালয়ের নিরাপত্তার কাজে নিয়োজিত গার্ডদের টাকার বিনিময়ে মেনেজ করে রাখা হচ্ছে মালামাল।সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে আসা-যাওয়া করছে হকাররা। যার কারণে নিরাপত্তাহীন হয়ে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। নিরাপত্তা কর্মীদের অবহেলায় বহিরাগতরাও ভিতরে ডুকে আড্ডা দিচ্ছে।
রিপোর্টঃ পলাশ দেবনাথ দৈনিক এটিএম নিউজ সিলেট।
Leave a Reply