রহিম মিয়া, সৌদিআরব বিশেষ প্রতিনিধি
সৌদি আরবে আজ সোমবার (১৫ জুন) একদিনে রেকর্ড সর্বোচ্চ সংখ্যক নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে! আজ একদিনেই নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ৪ হাজার ৫০৭ জন!
সৌদি আরবে আজ একদিনেই ৪ হাজার ৫০৭ জন করোনা আক্রান্ত!
সৌদি আরবে লকডাউন শিথিল করার পর প্রতিদিনই আগের দিনের চাইতে বেশি করোনা রোগী শনাক্ত করা হচ্ছে, প্রতিদিনই হচ্ছে নতুন রেকর্ড।
করোনায় মারা গেছেন আফ্রিকান দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট!
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ লক্ষ!
গতকাল(১৪) জুন ৪ হাজার ২৩৩ জন রোগী শনাক্ত করা হয়েছিল নতুন করে। সে রেকর্ড ভেঙ্গে আজ শনাক্ত হল ৪ হাজার ৫০৭ জন !
এখন সৌদি আরবে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ লাখ ৩২ হাজার ৪৮ জনে।
বিগত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৩৯ জন করোনা রোগী, এর ফলে এখন সৌদি আরবে করোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়ালো। মোট মৃত্যুর সংখ্যা আজ দাঁড়াল ১০১১ জন।
আজ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩ হাজার ১৭০ জন রোগী। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৮৭ হাজার ৮৯০ জন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৪৩ হাজার ১৪৭ জন, এবং এদের মাঝে গুরুত্বর অবস্থায় রয়েছেন ১ হাজার ৮৯৭ জন।
আজ নতুন শনাক্ত হওয়া ৪ হাজার ৫০৭ জনের মধ্যে রিয়াদে ১৬৫৮, জেদ্দায় ৪১৩, মক্কায় ৩৮৯, দাম্মামে ২৭০, মদিনায় ১২৫, তাইফে ১৩০ , কাতিফে ১৮৩, খোবারে ৮৯, দাহরানে ৩৮, আল খারজে ৫৫ জন সহ অন্যান্য এলাকায় আরো বহু করোনারোগী শনাক্ত করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
Leave a Reply