রহিম মিয়া, সৌদিআরব বিশেষ প্রতিনিধি
আজ নতুন করে ৪ হাজার ৩০১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এরফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ লাখ ৫০ হাজার ২৯২ জনে। বিগত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৪৫ জন, এখন পর্যন্ত মোট মারা গিয়েছেন ১ হাজার ৩২১ জন
আজ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১ হাজার ৮৪৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৯৫ হাজার ৭৬৪ জন।
বর্তমানে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন আছেন ৫৩ হাজার ৩৪৪ জন রোগী। এদের মাঝে গুরুত্বর অবস্থায় রয়েছেন ১ হাজার ৯৪১ জন।
সৌদি আরবে আজ নতুন আক্রান্ত ৪ হাজার ৩০১ জনের মধ্যে রিয়াদে ১০৯১, আল হাফুফে ৪৩০, জেদ্দায় ৩৮৪, মক্কায় ৩০৫, তায়েফে ২১৩, আল কাতিফে ১৮০, দাম্মামে ১৬৭, আল-খোবারে ১৫৩, আল-মোবারজে ১৫৪, মদিনায় ১০৪, আল-দাহরানে ৭৫, ওয়াদি আল-দোয়াসের এ ৭৫, আল জুবাইলে ৫৯, খামিছ মোশাইতে ৫৪, সাফওয়ায় ৫৩, হায়েলে ৪৭, আল খারাজে ৪১, আল-ধারাইয়ায় ৩৬, নাজরানে ৩৫, তাবুকে ৩৫, আল মজামিয়ায় ৩০, আবহায় ২৮, রাস তানুরায় ২৫, হাফর আল-বাতেনে ২৪, বুরাইদায় ২৩, ইয়ানবুতে ২১, আহাদ রাফিদায় ১২, এবং অন্যান্য এলাকায় ৪৪৭ জন রোগী শনাক্ত করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
Leave a Reply