রহিম মিয়া, সৌদিআরব বিশেষ প্রতিনিধি।
ভাগ্য পরিবর্তনের আশায় ধার-দেনা করে সৌদি আরব যান টাঙ্গাইলের যুবক আলামিন। কিন্তু কাজ মেলে না পাঁচ মাসেও। মানবেতর জীবনযাপনের এক পর্যায়ে হয়ে পড়েন মানসিক ভারসাম্যহীন। তার নাম পরিচয় জানতে চেয়ে ফেসবুকে লাইভ করেন এক প্রবাসী বাংলাদেশি। এরপরই তাকে শনাক্ত করেন বাবা-মা।
মানসিক ভারসাম্যহীন আলামিন। ঘুরছিলেন সৌদিআরবের জেদ্দার পথে পথে।
ফেসবুক লাইভে প্রবাসী বাংলাদেশী আতিক অপু তাকে নিয়ে একটি ভিডিও শেয়ার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মানসিক ভারসাম্যহীন যুবকের পরিচয় শনাক্ত করে তার স্বজনেরা।
আলামিনের বাড়ি টাঙ্গাইলের গালা ইউনিয়নের পাছ বেথইর গ্রামে। তার পরিবার জানায়, মাস পাঁচেক আগে ধারদেনা করে সৌদি আরব যান আলামিন। সেখানে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।
টাঙ্গাইল সদরের গালা ইউনিয়নের চেয়ারম্যান রাজ কুমার সরকার জানান, আলামিনের বাবা একজন দরিদ্র কৃষক। দেশের স্বজনদের কাছে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
মানসিক ভারসাম্যহীন আলামিনের স্বাভাবিক জীবনে ফিরে আসুক এমন প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর।
Leave a Reply