“সুনামগঞ্জে স্ত্রীর পরকিয়ার জেরে খুনের রহস্য উদঘাটন”
সুনামগঞ্জ পৌরসভার ফানির্চার ব্যবসায়ী ও মাইজ বাড়ি গ্রামের জুনু মিয়ার মৃতদেহ সনাক্তের দুই দিনের মধ্যে মূল হত্যাকারীদের গ্রেফতার করতে সক্ষম হয় সদর থানা পুলিশ। পুলিশ সুপার সুনামগঞ্জ এর সার্বক্ষণিক মনিটরিং এ থেকে অতিরিক্ত পুলিশ সুপার সুনামগঞ্জ সদর সার্কেল, অফিসার ইনচার্জ সুনামগঞ্জ সদর মডেল থানা ও থানা পুলিশের একটি দলের ২ দিনের অক্লান্ত প্রচেষ্টা, বিজ্ঞান ভিত্তিক তদন্ত অনুসন্ধানের একপর্যায়ে জুনু মিয়ার স্ত্রী কে গ্রেফতার করা হয়।
আদালতে আসামী (জুনু মিয়ার স্ত্রী) স্বীকারোক্তি প্রদান করে, মধ্যরাতে পরকীয়া প্রেমে ধরা পড়ে মৃতের আপন ছোট ভাই রাসেল মিয়া, বড় ভাই জুনু মিয়াকে, তার (জুনু মিয়ার স্ত্রী) সহায়তায় গলায় গামছা প্যাঁচাইয়া শ্বাসরোধ করে নির্মম ভাবে হত্যা করে। পালানোর পূর্বেই মূল হত্যাকারী আসামী রাসেল মিয়াকে চৌকস পুলিশ দল গ্রেফতার করতে সক্ষম হয়।
রিপোর্টঃ পলাশ দেবনাথ দৈনিক এটিএম নিউজ সিলেট।
Leave a Reply