সিলেটে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
সিলেটের বিয়ানীবাজার থানাধীন বিয়ানীবাজার – বড়লেখা আঞ্চলিক মহাসড়ক থেকে মাদক বিরােধী সেলের একটি দল অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ হােসাইন আহমদকে ( ৩০ ) গ্রেফতার করেছে । সে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার বড়াইল গ্রামের বিলাল মিয়ার পুত্র । এ ঘটনায় মাদক আইনে বিয়ানীবাজার থানায় মাদক বিরােধী সেলের এসআই কামরুল আলম বাদী হয়ে মামলা দায়েল করেন । শনিবার ( ২১ নভেম্বর ) দুপুরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হােসাইনকে আদালতের মাধ্যমে । কারাগারে প্রেরণ করেছে পুলিশ । এরআগে শুক্রবার ( ২০ নভেম্বর ) রাতে গােপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ ।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( গণমাধ্যম ) লুৎফর রহমান । তিনি জানান , সিলেট জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে । পুলিশের মাদক বিরােধী অভিযান আরও জোরদার করা হবে । বিয়ানীবাজার – বড়লেখা আঞ্চলিক মহাসড়ক থেকে মাদক বিরােধী সেলের একটি দল অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ হােসাইন আহমদকে ( ৩০ ) নামের এক যুবককে গ্রেফতার করেছে ।
রিপাের্টঃ পলাশ দেবনাথ দৈনিক এটিএম নিউজ সিলেট ।
Leave a Reply