সিলেটে ‘ড্যান্ডি’ নেশায় আসক্ত পথশিশুরা
সিলেট নগরীতে পথশিশুরা ড্যান্ডি নামে নতুন এক নেশায় জড়িয়ে পড়েছে। ঘর থেকে বের হলেই দেখা যায়’ পথশিশুরা হাতের মধ্যে একটি ব্যাগ নিয়ে নাকে লাগিয়ে শ্বাস নিচ্ছে। ‘ড্যান্ডি’ এক ধরনের নেশা, এতে তীব্র গন্ধ না থাকায় মানুষের সামনে এই পথশিশুরা যে নেশা করছে তা কেউ ধরতে পারছে না। এমনকি প্রশাসনের লোকজন ও তা বুঝতে পারছেনা।
অন্যান্য মাদকের দাম বৃদ্ধির কারণে এই ড্যান্ডি ব্যবহার করে অল্প খরচে নেশা করা যায় বলে পথশিশুরা এতে ঝুঁকে পড়েছে। নগরীর বিভিন্ন জায়গায় ‘ড্যান্ডি’ তে আসক্ত কয়েকজন পথশিশুর সাথে কথা বলে জানা যায় ‘ড্যান্ডি’ নামে এই নেশা করার দ্রব্যটি রাবার, চামড়াজাত দ্রব্য বা জুতা ও ফার্নিচারের বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহৃত এক ধরনের আঠা। ৪০থেকে ৫০ টাকায় শহরের বিভিন্ন হার্ডওয়ারের দোকানে সলিউশন নামে এসব আটা বিক্রি করা হয়। কম মূল্যের কারণে সহজেই
এ নেশা করা যায় বলে পথশিশুরা বেশি করে ‘ড্যান্ডি’ নামের এই নেশায় ঝুঁকে পড়েছে।ড্যান্ডি’ নেশা করা এক শিশু জানায়, পলিথিনের ব্যাগে এই আটা ঢুকিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে এতে নাক মুখ দিয়ে শ্বাস টানতে হয়। এতে তারা কিছুক্ষণ আরাম অনুভব করে, পরবর্তীতে তাদের ক্ষুধা লাগে না। এই পথশিশুরা না বুঝে ‘ড্যান্ডি’ নামের মরন নেশায় জড়িয়ে পড়েছে। অসাধু বিক্রেতারা অধিক মুনাফার লোভে পথশিশুদের কাছে এসব নেশাজাত দ্রব্য বিক্রি করছে। পথশিশুদের ড্যান্ডি’ নামে নেশা থেকে রক্ষা করতেও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতননাগরিক সমাজ
রিপোর্ট :পলাশ দেবনাথ এটিএম নিউজ টিভি
Leave a Reply