সিলেটে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরারণ থানাধীন বহর এলাকা থেকে মাদক ব্যবসায়ী সাজু মিয়াকে (২৪) গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃত সাজু শাহপরাণ থানাধীন বহর পশ্চিম এলাকার ফারুক আহমদের ছেলে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শাহপরাণ থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
এরআগে বুধবার (২৫ নভেম্বর) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জুয়েল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্ল্যাহ তাহের। তিনি জানান, গ্রেফতারকৃত সাজু দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। সে মাদক সেবীদের কাছে খুচরা মাদক বিক্রি করে থাকে
রিপোর্টঃ পলাশ দেবনাথ দৈনিক এটিএম নিউজ সিলেট।
Leave a Reply