“সিলেটে অস্ত্র ব্যবসায়ী আজিজ ও খালিক কারাগারে”
সিলেটের বিশ্বনাথ থানাধীন লামাকাজী থেকে বিদেশী রিভলবারসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে,জালালাবাদ থানাধীন উত্তরহাটখোলা গ্রামের মৃত ওয়াসির মিয়ার ছেলে আজিজ মিয়া ও একই এলাকার শরকুম আলীর ছেলে আব্দুল খালিক।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। সোমবার (২ নভেম্বর) থানা পুলিশ গ্রেফতারকৃতদের অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এরআগে রবিবার (১ নভেম্বর) রাতে র্যাব-এর অধিনায়ক লেফট্যান্টে কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের মেজর মো.শওকাতুল মোনায়েমের সমন্বয়ে এ অভিযান চালায় র্যাব।বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি কামরুজ্জামান। তিনি বলেন, গোপন তথ্যে র্যাবের একটি দল এ অভিযান চালায়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার উদ্ধার করে র্যাব।
রিপোর্টঃ পলাশ দেবনাথ দৈনিক এটিএম নিউজ সিলেট।
Leave a Reply