সিলেটের চাঁদাবাজ তুহিন কারাগারে
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলা থেকে আলোচিত চাঁদাবাজ তুহিনকে খাঁচায় পুরেছে র্যাব-৯।
আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
সে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার হাজিপাড়ার মো. আলম মিয়ার ছেলে।র্যাবের গণমাধ্যম অফিসার এএসপি ওবাইন জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার সালুটিকর থেকে তুহিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পেনাল কোড রুজু আছে ( নম্বর ৪৭/৩৪৪ তারিখ ১৯/১১/২০২০)।
সে একজন চিহ্নিত চাঁদাবাজ বলেও জানিয়েছেন ওবাইন। র্যাব তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে।
রিপোর্ট :পলাশ দেবনাথ এটিএম নিউজ টিভি
Leave a Reply