সিএমপি’র আকবরশাহ্ থানার অভিযানঃ অপহৃত শিশু উদ্ধার এবং গ্রেফতার ০২
দৈনিক এটিএম নিউজ
গত ২৪/০৯/২০২০খ্রীস্টাব্দ দুপুর ০২ঃ১০ ঘটিকায় আকবর শাহ্ থানাধীন নিজ ভাড়া বাসা থেকে বাদী আব্দুল হান্নানের দেড় বছরের শিশু পুত্র হাবিবুর রহমান রেহান অপহৃত হয়। উক্ত ঘটনায় আকবর থানার মামলা নং-২৬, তাং- ২৭/০৯/২০২০ খ্রী রুজু করা হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে সিএমপি’র পশ্চিম বিভাগের উপ পুলিশ কমিশনার জনাব মোঃ ফারুক উল হক, পিপিএম-সেবা এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব এ.এ.এম হুমায়ুন কবীর পিপিএম ও সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ আরিফ হোসেন এর তত্ত্বাবধানে অকবরশাহ্ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জহির হোসেন, পিপিএম(সেবা) এর নেতৃত্বে টীম আকবরশাহ্ ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন পশ্চিম ছাগলনাইয়া এলাকায় অভিযান পরিচালনা করে দেড় বছরের শিশু পুত্র হাবিবুর রহমান রেহানকে উদ্ধার করে এবং অপহরণের অভিযোগে মাবিয়া খাতুন(৩৩) ও শাহেনা আক্তার(৪০) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতঃ ১। মাবিয়া খাতুন(৩৩), পিতা-মৃত আমিনল হক, মাতা-জাহানারা বেগম, স্বামী-আব্দুল হান্নান, সাং-পশ্চিম ছাগলনাইয়া, শেখ আহম্মদ ড্রাইভারের বাড়ী, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী, বর্তমানে-বিশ্ব কলোনী, বি-ব্লক, এছাক ডাক্তারের ভাড়াটিয়া বাসা (নিচ তলা), থানা-আকবরশাহ্, জেলা-চট্টগ্রাম, ২। শাহেনা আক্তার(৪০), পিতা-মৃত আমিনুল হক, মাতা-জাহানারা বেগম, স্বামী-আব্দুল মান্নান, সাং-এনাহুশকুন্নি, বেগু কাজী বাড়ী, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী, বর্তমানে-পশ্চিম ছাগলনাইয়া, নজির আহম্মদের ভাড়াটিয়া, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী।
Leave a Reply