সাতক্ষীরা কলারোয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন – খুনি স্বামী আটক।
তথ্য,ও ভিডিও, চিত্র পাঠিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি, মোঃ সোহাগ হোসেন।
সাতক্ষীরা কলারোয়া উপজেলায় স্বামীর দা’র কোপে তিন সন্তানের জননী মোছাঃ নাজমা খাতুন নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার পাষণ্ড স্বামী। খুনি স্বামী আব্দুল আলিম কে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে,
উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে।
স্থানীয়রা জানায়,
মঙ্গলবার (৮ মার্চ) বেলা পৌনে ১১ টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের মোঃ শাহাজুল ইসলামের ছেলে আব্দুল আলিম (৩৮) এর সাথে তার ৭ বছরের বিবাহিত স্ত্রী নাজমা খাতুনের (৩৬) পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। অশান্তির এক পর্যায়ে স্বামী আব্দুল আলিম রাগান্বিত হয়ে স্ত্রী নাজমা খাতুনের গলায় ধারালো দা’র কোপে মাথা বিচ্ছিন্ন করে দেয়। স্ত্রীর মৃত্যু বুঝতে পেরে খুনি স্বামী আব্দুল আলিম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপজেলা কাজীরহাট বাজারে পুলিশের হাতে আটক হয়।
নিহত, নাজমা খাতুনের বড় ছেলে, মোঃ আকাশ হোসেন (১৯) জানান, গত কাল রাতে আমার মায়ের সাথে বাবার প্রথমে কথা কাটাকাটি হয়। সকালে তারই জের ধরে আমার মা’কে বাবা মারধর করে, পরে আমি দুজনের মধ্যে মীমাংসা করে দিয়ে বাড়ি থেকে চলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে শুনতে পায় আমার বাবা আমার মা’কে দা দিয়ে জবাই করে হত্যা করেছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ শিমুল হোসেন জানান, নিহত নাজমা খাতুনের প্রথম পক্ষের দুইটি ছেলে ও দ্বিতীয় পক্ষের খুনি স্বামীর পক্ষের একটি পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা ঘটনাস্থল থেকে নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, খুনিকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ও হত্যার ব্যবহৃত ধারালো অস্ত্র একটি (দা) উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তথ্যের ভিত্তিতে মামলা দায়েরের পর আপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply