সরকারের সাথে আমাদের শত্রুতা তৈরী করা ব্যক্তিরা কোনদিন সফল হবে না: মুফতি ওবাইদুল্লাহ
ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, দৈনিক এটিএম নিউজ মহেশখালী:: মহেশখালী মাতারবাড়ীর নয়া পাড়া যুব কল্যাণ সংস্থার উদ্যোগে ১ দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলন ও এলাকার মুরব্বিদের ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয় ৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা মুফতি ওবাইদুল্লাহ বিন সাঈদ, খতিব- বাইমাইল কেন্দ্রীয় জামে মসজিদ, প্রিন্সিপাল তালিমুল কোরআন মাদরাসা, গাজীপুর, ঢাকা ৷ তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের বিরোধ নেনেই ৷ প্রধানমন্ত্রী আমাদের কওমী সনদের স্বীকৃতি দিয়েছেন ৷ সরকার ও আমাদের মধ্যে কোন সমস্যা ও মতবিরোধ হলে আলোচনার টেবিলে বসে সমাধান করব ৷ সমস্যার মধ্যখানে দেশের নাস্তিক মুরতাদদের সুবিধা নেওয়ার পায়তারা আমরা কোন মতে মেনে নিব না ৷
উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাঁশখালী মনকির চর মাদ্রাসার মোহতামিম মাওলানা আবু বকর সাহেব ৷ সম্মেলনে সভাপতিত্ব করেন মহেশখালী মাতারবাড়ী আজিজিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব ছালেহ আহমদ ৷
সম্মেলনের প্রধান সমন্বয়ক ওয়ালিদ চোধুরী বলেন, এলাকার যুবকদের সংগঠিত করে প্রতিবছরের ন্যয় এ বছর আমাদের এ ছোট্ট আয়োজন ৷ দেশবাসির কাছে দোয়া কামনা করছি যেন প্রতিবছর সম্মেলন সবাইকে উপহার দিতে পারি ৷
Leave a Reply