শ্রীমঙ্গলে মোটরসাইকেলের ধাক্কায় মহিলার মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেলের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত মহিলা হলেন উপজেলার ভাড়াউড়া সড়কের মৃত আব্দুল ওয়াহিদ মিয়ার মেয়ে নাজমা পারভীন মিনা (৬০)।
জানা যায়,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় এর ভাতিজা রাতুল (১৭) মাতাল অবস্থায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে ওই মহিলাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই পথচারী মহিলার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা ৫ টায় ভাড়াউড়া বাগান সড়কে প্রতিদিনের মত ওই মহিলা বিকেল বেলা হাঁটতে বের হয়েছিলেন। ওই সময় ভাড়াউরা বাগান থেকে মদ পান করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন চেয়ারম্যান এর ভাই চিনু বাবুর ছেলে রাতুল। এসময় তিনি ওই সড়কের সিএনআরএস এনজিও অফিসের সম্মুখে পৌঁছলে সজোড়ে সাইকেল দিয়ে মহিলাকে পেছন দিক থেকে ধাক্কা দেন। এতে মহিলা মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হন বলে জানান প্রত্যক্ষদর্শী ও মহিলার আত্মীয়স্বজনরা।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির জানান,ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মহিলার পরিবার অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রিপোর্টঃ পলাশ দেবনাথ দৈনিক এটিএম নিউজ সিলেট।
Leave a Reply