“শ্রীমঙ্গলে মায়ের সামনে ছেলের মৃত্যু”
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল শহরে সড়ক দুর্ঘটনায় মায়ের সামনে শাহী হাসান হৃদয় (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার(১৩ নভেম্বর)বিকালের দিকে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ ৩নং পুল সংলগ্ন নজরুল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহী হাসান শ্রীমঙ্গল উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়নের উত্তর সিরাজনগর গ্রামের কুয়েত প্রবাসী মো. আব্দুল মতিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহী হাসান তার মায়ের সাথে নজরুল কমিউনিটি সেন্টারে একটি বিবাহ অনুষ্ঠানে আসে। অনুষ্ঠান শেষে ওই সেন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় মায়ের হাতে ধরে থাকা অবস্থায় একটি কভার্ডভ্যান তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই শাহী হাসানের মৃত্যু হয়। এতে শাহীর মা গুরুত্ব আহত হন।
শ্রীমঙ্গল থানার সহকারী উপ পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, গাড়িটি শ্রীমঙ্গল থানায় আটক করা হলে চালক পালিয়ে গেছে। নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টঃ পলাশ দেবনাথ দৈনিক এটিএম নিউজ সিলেট।
Leave a Reply