নিজস্ব প্রতিবেদক
ATM news tv এর সন্মানিত চেয়ারম্যান লায়ন আমিরুল গনি খোকন এর খালোতো ভাই ATM news tv এর সন্মানিত Adviser & Director ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক পেকুয়ার কৃতি সন্তান লায়ন জিয়াউল করিম’র সহধর্মিনী জেবুন্নেছা(৫০) আজ সকাল ৮ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। তিনি অত্যান্ত পরহেজগার ও ঈমানদার মহিলা ছিলেন। তিনি মৃত্যুর সময় প্রচুর শাসকষ্টে ভোগছিলেন। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে তাঁর মৃত্যু হয়েছে ব্রেইন স্টোকে। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে যান।
মৃত্যুর পর থেকে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেস বুকে করোনায তাঁর মৃত্যু হয়েছে জানিয়ে অসংখ্য স্ট্যাটাস দেয়। মরহুমার পরিবারও প্রথমে তাঁকে করোনা রোগী সন্দেহ করে আসছিল।
আজ বিকালে কক্সবাজার মেডিকেল থেকে রিপোর্ট আসে নেগেটিভ। রিপোর্ট নং – SHC-3051
এদিকে মরহুমার স্বামী লায়ন জিয়াউল করিম ও তাঁর খালাতো ভাই লায়ন আমিরুল গনি খোকন অভিযোগ করে জানিয়েছেন – আমরা সাংবাদিক হয়েও গতকাল সারাদিন অনেক্ষণ চেষ্টা করে মরহুমা জেবুন্নেছাকে চট্টগ্রামের কোনো হাসপাতালে ভর্তি করাতে পারিনি। করোনা ভেবে কোনো হাসপাতাল তাঁকে গ্রহণ করেনি। সারারাত মেডিকেলের সামনে এ্যাম্বুলেন্সে রেখে তাঁর মৃত্যু যন্ত্রণা দেখতে হয়েছে। বিনা চিকিৎসায় তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তাঁরা আরো বলেন – চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে দৌঁড়াদৌঁড়ি করেছি, শুধুমাত্র সামান্য চিকিৎসার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বেশিরভাগ হাসপাতালে কোনো চিকিৎসক নেই। কোনো সিট খালি নেই। এমনকি কোনো ভালো চিকিৎসাও নেই। চট্টগ্রাম মেডিকেলেও একই অবস্থা। চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থা যে এতো খারাপ প্রথমে জানলে সেখানে তাকে নিতাম না। প্রয়োজনে বাড়িতে রেখে তার মৃত্যুর যন্ত্রণা পরিবারের সবাইকে দেখার সুযোগ করে দিতাম।
তাঁরা জানান- বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন সরকারি-বেসরকারি সকল হাসপাতালে রোগীদের সুষ্ঠুভাবে চিকিৎসা দেয়ার জন্য। কিন্তু প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা কোনো হাসপাতাল কর্তৃপক্ষ মানছেই না। বরং সাধারণ রোগীদেরকেও চিকিৎসা থেকে বঞ্চিত করছে।
Leave a Reply