রাজবাড়ী সংবাদদাতা, ২০ জুন ২০২০
রাজবাড়ী সদর উপজেলার লক্ষিকোল রাজার বাড়ি এলাকায় জ্বর, সর্দি শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা: মো: নুরুল ইসলাম জানান, ওই বৃদ্ধ বেশ কয়েকদিন যাবৎ জ্বর, সর্দি-কাশি নিয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার সকালে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে স্বজনেরা রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
এরই মধ্যে তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে, শনিবার সকালে প্রাপ্ত করোনা পরীক্ষার ফলাফলে রাজবাড়ী সদর উপজেলার ৮ জন, কালুখালী উপজেলার ২ জন ও বালিয়াকান্দি উপজেলার হাসপাতালের ১ ডাক্তার ও ১ চিকিৎসকসহ ৩ জনের পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত ব্যক্তি দাঁড়ালো ১৬৫ জনে। এর মধ্যে মারা গেছেন ২ জন আর ৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বাকিরা রাজবাড়ীর বিভিন্ন হাসপাতাল ও পারিবারিক আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
Leave a Reply