“রাজনগরে নারীর লাশ উদ্ধার”
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের রামভদ্রপুর গ্রাম থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে রাজনগর থানার পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার টেংরা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মৃনাল কান্তি দেব’র বাড়িতে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে উপজেলার টেংরা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মতিলাল দেবের ছেলে মৃনাল কান্তি দেব’র সঙ্গে বিয়ে হয় একই ইউনিয়নের টেংরা গ্রামের বিষ্ণুপদ দাসের মেয়ে সঞ্চিতা রাণী দাসের (২১)। স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। সোমবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার কয়েকঘন্টা পর ফ্যানের সঙ্গে সঞ্চিতার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
পরে বিষয়টি রাজনগর থানার পুলিশকে খবর দিলে তারা গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, ‘আমাদেরকে ইনফরমেশন দেওয়ার পর পুলিশ সেখানে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
রিপোর্টঃ পলাশ দেবনাথ দৈনিক এটিএম নিউজ সিলেট।
Leave a Reply