রাংগামাটি সদর তবলছড়ির খানবাড়ি সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড।
মিতা বড়ুয়া,ষ্টার্ফ রিপোর্টার রাংগামাটি।
রাংগামাটির সদর তবলছড়ি ওমদামিয়াহীল এর খানবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে(১৮-০৩-২০২২)শুক্রবার ৫-৩০টায়।
এতে বেশ কিছু বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
রাংগামাটি ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটানস্থলে পৌছাতে বেশ কয়েকটি বসতবাড়ি ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের প্রায় ২ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহত না হলেও দিনমজুরদের ঘরবাড়ি পুড়ে যাওয়াতে তারা অসায় হয়ে পরে।
আগুনের সুত্রপাত মূলত গ্যাস সিলেন্ডার থেকে হয়েছে বলে আশপাশের লোকজন জানিয়েছে।
Leave a Reply