যশোর অফিস
গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে ২৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এর আগে এক দিনে এতো বেশি সংখ্যক নমুনা পজেটিভ হয়নি কখনো।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম বলেন, তাদের ল্যাবে যশোরের ১৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৭টি পজেটিভ রেজাল্ট আসে।
এছাড়া নড়াইলের নড়াইলের পরীক্ষা করা একমাত্র নমুনাটি ছিল পজেটিভ। ঝিনাইদহের ৪৫টি নমুনা পরীক্ষা করে একটির ফল পজেটিভ আসে। আর সাতক্ষীরার ছয়টি ও মাগুরার ১৬টি নমুনা পরীক্ষা করা হলে এর সবগুলোই নেগেটিভ ফল আসে।
সব মিলিয়ে যবিপ্রবি জেনোম সেন্টারে মঙ্গলবার মোট ২১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩০টি নমুনা ছিল পজেটিভ। বাকি ১৮৯টি ছিল নেগেটিভ।
Leave a Reply