“মেজরটিলা থেকে চোরাকারবারি ওমর গণি গ্রেফতার”
সিলেট নগরীর মেজরটিলা থেকে ১৩১৫টি রেডবুল অ্যানার্জি ড্রিংকসহ ওমর গণি (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশসুপার সামিউল আলমের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৩১৫টি রেডবুল অ্যানার্জি ড্রিংক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ওমর গণি (৩২) সুনামগঞ্জ জেলার সদর থানাধীন কৃষ্ণনগর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। বর্তমানে তিনি শাহপরাণ থানাধীন শিবগঞ্জ সেনপাড়া ৮নং বাসায় বসবাস করে আসছেন।বুধবার (২৮ অক্টোবর) দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর এএসপি ওবাইন।
রিপোর্টঃ পলাশ দেবনাথ দৈনিক এটিএম নিউজ সিলেট।
Leave a Reply