মুসলিম দেশ গুলো এগিয়ে না আসলেও শেষ পর্যন্ত রোহিংগা ইস্যুতে সব ধরনের সহায়তা দিয়ে প্রস্তুত কানাডা এবং নেদারল্যান্ডস সরকার।
দৈনিক এটিএম নিউজ
গত বছর নভেম্বর নেদারল্যান্ডস এর হেগে দায়ের করা রোহিংগা গন হত্যা এবং মানবাধিকার লংঘন সংক্রান্ত মামলা শুরু করে আফ্রিকার দেশ গাম্বিয়া। ওআইসি সহায়তায় এই মামলা করা হলেও মিয়ানমার সরকার শুরু থেকেই এই মামলায় বিভিন্ন ভাবে নিজেদের আত্মপক্ষ সমর্থন করে৷ তাদের সেনাবাহিনীর বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে আসছে। এমন অবস্থায় বাংলাদেশ সরকার কয়েকদফা বৈঠকে রোহিংগা প্রত্যাবাসনের কথা থাকলেও বিভিন্ন তাল বাহানার মাধ্যমে মিয়ানমার সরকার নানা ভাবে এই ইস্যুতে সময় ক্ষেপন করছে এমনি অবস্থায়৷ বাংলাদেশ ওআইসির সদস্যা ভুক্ত বিভিন্ন শক্তিশালী অর্থনৈতিক পরা শক্তি কে রোহিংগা ইস্যুতে মিয়ানমার বিরুদ্ধে চাপ প্রয়োগ করার আহবান জানালেও বস্তুত তা তেমন কার্যকর ভুমিকা রাখতে পারে নি।
এমন অবস্থা গতকাল কানাডা এবং নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী যৌথ বিবৃতি মিয়ানমার এর বিরুদ্ধে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক আদলতে দায়ের করা রোহিংগা গনহত্যা এবং মানবাধিকার লংঘন সংক্রান্ত মামলা পরিচালনার ঘোষনা দেন৷ এই ক্ষেত্রে নেদারল্যান্ডস এবং কানাডা নিজ্বস আইন বিশেষজ্ঞ নিয়োগ এমনি প্রয়োজনে এর মামলার সমস্ত খরচ বহনের ঘোষনা দেন।
যৌথ বিবৃতি তে কানাডা এবং নেদারল্যান্ডস মিয়ানমার এর বিরুদ্ধে আনা মামলা পরিচালনা এবং এর কৌশলগত বিভিন্ন বিষয় নিজেদের সর্বাত্ত্বক সহযোগিতা কথা বলেন। সেই সাথে রোহিংগা দের প্রত্যাবাসন নিশ্চিত ত করতে জোরালো পদক্ষেপ নেয়ার কথা জানানো হয়৷
এদিকে গাম্বিয়া সরকার এর নিযুক্ত আইনজীবী জানান তারা খুব শীগ্রই মিয়ানমার এর বিরুদ্ধে অভিযোগ এর বিভিন্ন প্রমানাদি এবং দলিল তাদের অভিযোগের স্বপক্ষে আন্তর্জাতিক আদালতে জমা দেবেন৷ এই বছরের নভেম্বর নাগাদ এইসব তথ্য উপস্থাপন করা হতে পারে বলে জানানো হয়।
Leave a Reply