মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের নির্দেশনায় আজ সারাদেশে একযোগে ৬,৯১২টি বিটে “নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ”
দৈনিক এটিএম নিউজ
অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার ২৩১টি বিটে অনুষ্ঠিত নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে অংশগ্রহণ করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) জনাব মোঃ জাকির হোসেন খান, পিপিএম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস এম রশিদুল হক, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণসহ, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সমাবেশে স্বতস্ফুর্তভাবে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি, সম্মানিত নাগরিকবৃন্দ ও বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ মতামত ও অনুভূতি ব্যক্ত করেন।
Leave a Reply