মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চকরিয়া প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ
মনসুর মহসিন, স্টাফ রিপোর্টার, চকরিয়া, কক্সবাজার।
২১শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রাতের প্রথম প্রহরে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ ও বর্তমান সাধারণ সম্পাদক মিজবাউল হক এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় ক্লাব নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অতিথি হিসেবে প্রেসক্লাবের সাথে ছিলেন কক্সবাজার-১ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব জাফর আলম এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, পৌরসভার মেয়র আলহাজ্ব আলমগীর চৌধুরী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার তফিকুল আলম ও চকরিয়া থানার অফিসার ইনচার্য শাকের মোঃ যুবায়ের প্রমূখ।
Leave a Reply