ভূমিদস্যূ দের কবলে
টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ ডেইল পাড়া,
ক্ষেতির বিল এলাকার সন্তান কনস্টেবল রিমন শর্মার পরিবার। রিমন রাঙামাটি পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল।
গত ০৭-০৪-২০২১ ইংরেজি আনুমানিক ০৯.৩০ ঘটিকায় এক নারকীয় মধ্যযুগীয় হামলায় রিমন শর্মার পরিবারের কেউ অক্ষত অবস্থায় নেই,
নেই অক্ষত বসত বাড়ী , লুট করা হয়,” নগদ ১২লক্ষ টাকা, ৬ ভরি স্বর্ণ অলঙ্কার সহ ৩ টি মোবাইল ফোন।
আহতরা প্রত্যেকেই জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগী পুলিশ সদস্যের পরিবারের একটি ই প্রশ্ন প্রকাশ্যে হামলা, লুটপাট ও নির্যাতনের প্রমাণ জ্বলজ্বল করা সত্বেও আইন কেন তার নিজস্ব নিয়মে চলছেনা!
আমরা অবিলম্বে টেকনাফের চিহ্নিত ভূমিদস্যূ ও
ডাকাতদের গ্রেফতার
চাই।
নাজনীন সারোয়ার কবরী
সাংগঠনিক সম্পাদক কক্সবাজার জেলা আওয়ামী লীগ
Leave a Reply