বোমা মেশিন ধ্বংস, অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি
জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নৌকাভর্তি বালু, তিনটি বোমা মেশিন এবং বালু তোলার পাইপ লাইন আটক করা হয়েছে।
উপজেলা ভূমি কার্যালয় ও স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ার নদীর রানীগঞ্জ বাজারের লঞ্চঘাট এলাকা থেকে অবৈধভাবে একটি মহল কিছুদিন ধরে বালু উত্তোলন করে আসছেন।
অভিযোগ পেয়ে সোমবার জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের প্রশাসনের লোকজন অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বালু ভর্তি দুইটি নৌকা, তিনটি বোমা মেশিন ও পাইপ জব্দ করা হয়। তবে এসময় অভিযানের টের পেয়েই বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে গেছে।
পরে তিনটি বোমা মেশিন ভেঙে নদীতে ফেলে দেওয়া হয়। এছাড়া পাইপ লাইন আগুন দিয়ে জ্বালানো হয়েছে। এবং জব্দকৃত বালু ঘটনাস্থলেই নিলামে শাহনুর আহমদ নামে একটি ব্যক্তির নিকট এক লাখ বিশ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ৩২ হাজার ঘণফুট বালু তাৎক্ষনিকভাবে নিলামে বিক্রি করা হয়েছে।
এছাড়াও বোমা মেশিন নিস্ক্রিয় করা হয়েছে। আর পাইপ লাইন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে
রিপোর্টঃ পলাশ দেবনাথ দৈনিক এটিএম নিউজ সিলেট।
Leave a Reply