“বিয়ানীবাজারের দেউলগ্রামে পূর্বশত্রুতার জেরে হামলা, যুবক আহত”
সিলেটের বিয়ানীবাজারে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় তৌহিদুর রহমান মুর্শেদ (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার দেউলগ্রামে তার উপর হামলা করে প্রতিপক্ষ। তিনি উপজেলার কুড়ারবাজার ইউপির দেউলগ্রামের হাজী মতিউর রহমানের ছেলে।
আহত মুর্শেদের বড় ভাই জু্বের আহমদ জানান, আমাদের পার্শ্ববর্তী গ্রাম গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউপির কোঠারিপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ইমন আহমদ ও রফিকুল ইসলাম রুমন গং রা আমাদের মালিকাধীন পৈত্রিক রাস্তা জোরপূর্বক দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদ করায় বিভিন্ন সময় আমাদের হুমকি-ধামকি দিয়ে আসছে তারা।তিনি জানান, শুক্রবার বিকালে মুর্শেদ একটি বিয়ের অনুষ্টান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে পূর্বপরিকল্পিতভাবে ইমন ও রুমন তার উপর হামলা চালায়। এ ঘটনায় সে গুরুতর আহত হয়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
রিপোর্টঃ পলাশ দেবনাথ দৈনিক এটিএম নিউজ সিলেট।
Leave a Reply