বাশঁখালীস্হ ছনুয়া ইউনিয়নে এটি এম নিউজ টিভির দর্শক ফোরাম গঠিত
সংবাদদাতা- বদরুল আলম দৈনিক এটিএম নিউজ বাঁশখালী:
অদ্য (০৪/০১/২০২১) বিকাল ৪ঃ০০ ঘটিকার সময় বাশঁখালীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়ামুন নাহারের বাসভবনে বদরুল আলমের সভাপতিত্বে মোঃ হোছাইনের সঞ্চালনের সভা অনুষ্ঠিত হয় -। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ATMnewstv সম্মানিত পরিচালক ইয়ামুন নাহার , আবদুর রহমান, মোঃইলিয়াছ, নুরুল ইসলাম, মো ঃ আরহান, আজিজুর রহমান, ইউছুপ, রেজাউল করিম, মোঃ মিজান ও আবদু সবুর প্রমুখ। বক্তরা সবাই এটি এম নিউজ টিভি র সংবাদ সহ প্রচারিত বিভিন্ন বিষয়াদির ভূয়সী প্রশংসা করেন –। আগামী বাশঁখালী ছনুয়ার জনগুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন -। আলোচনায় ইয়ামুন নাহার আগামীতে ছনুয়ার জনগুরুত্বপূর্ণ চিহ্নিত সমস্যা – আধুনিক জেটি নির্মান , দ্রুত মৌলভীবাজার ব্রীজ কাজ সম্পন্ন করা ও আরবশাহ ব্রীজ হইতে কাদেরিয়া সড়ক সংস্কারের জন্য সর্ব মহলের সহযোগিতা কামনা করেন –। পরে মোঃবদরুল আলমকে সভাপতি ও মোঃ হোছাইন কে সাঃসম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এটি এম নিউজ টিভির পাঠক ফোরাম গঠিত হয় –।
সভাপতি- মোঃ বদরুল আলম
মোঃ হোছাইন – সাঃসম্পাদক
Leave a Reply