রিপোর্ট ঃ সাইফুল মোস্তফা দৈনিক এটিএম নিউজ বদর খালী চকরিয়া
বর্ষার পানিতে বিলিন হওয়া রাস্তা সংস্কারের সামাজিক দুরত্ব মেনে মানব বন্ধন
চকরিয়া উপজেলা বদরখালী ইউনিয়নের ৪নং এবং ৮ নং ওয়ার্ডের সাতধ্রুনিয়া রাস্তা (গোদা) পানিতে বিদাবিতেলিন হয়ে যাওয়ায় এলাকার ভুক্তভোগী জনগন উক্তরাস্তাটি সংস্কারের দাবিতে আজ বাদে জুমা বানবন্ধন করেছে। উক্ত মানব বন্ধনে চকরিয়া -পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম বি এ অনার্স এম এ সহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন এবং রাস্তাটি সংস্কারের দাবি জানান।
Leave a Reply