চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ডা. মোহাম্মদুল হক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোহাম্মদ শাহবাজকে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় বদলি করা হয়েছে।
তাঁর স্থলে লামার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হককে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকের পক্ষে পরিচালক প্রশাসন ডা.মো. বেলায়েত হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন জারি তিন কর্মদিবসের মধ্যে দায়িত্ব হস্তান্তর করার জন্য বলা হয়েছে।
সূত্র জানায়, গত ৫জুলাই চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডার মূল্যায়ন কমিটির অবহেলায় বরাদ্দের প্রায় ১কোটি টাকা ফেরত গেছে। সঠিক সময়ে দুইবার টেন্ডার প্রক্রিয়া শেষ করতে না পারায় এ টাকা ফেরত যায়। এর পর থেকে ডাঃ মোহাম্মদ শাহবাজের বদলীর গুঞ্জন শুরু হয়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বলেন, ‘চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব নিতে স্বাস্থ্য অধিদপ্তর জারি করা প্রজ্ঞাপনটি হাতে পেয়েছি। যেহেতু আমি আগেও চকরিয়া সরকারী হাসপাতালে দায়িত্ব পালন করেছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চকরিয়াবাসীকে স্বাস্থ্যখাতে পরিপূর্ণ সেবা দিতে শতভাগ চেষ্টা করব।’
Leave a Reply