বদরখালী থেকে প্রথম টিকা গ্রহণ করলেন আলহাজ্ব নুরে হোছাইন আরিফ;
সাইফুল মোম্তফা,এটিএম নিউজ।
আজ বদরখালী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, বদরখালী ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি আলহাজ্ব নুরে হোছাইন আরিফ কোভিট১৯ টিকা গ্রহণ করলেন।
তিনি বলেন” সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসীকে টীকা গ্রহণে উদ্ভুদ্ধ করার জন্য আমি আগে টীকা গ্রহণ করলাম যাতে আমার এলাকাবাসীর সুরক্ষা হয়।”
www.surokkah.com এ ঢুকে নিজে রেজিষ্ট্রেশন করুন, অন্যকে সহায়তা করুন।নিবন্ধন / রেজিষ্ট্রেশন করতে পারলেই কোভিড-১৯
টিকা পাবেন একেবারে ফ্রী।
আপনিও নিবন্ধন করে টীকা গ্রহণ করোন।
Leave a Reply