ফ্রান্সে মহানবী (সঃ) কে অবমাননা করার প্রতিবাদে বদরখালীতে পৃথক কর্মসূচি পালিত এবং ফ্রান্সিস পণ্য বর্জনের ঘোষনা।
রিপোর্ট:সাইফুল মোস্তফা, দৈনিক এটিএম নিউজ বদরখালী।
আজ সকালে বদরখালী আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে বদরখালী বাজারে জসনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।জুলুস পরবর্তী বদরখালী সমিতি মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা ও মিলাদ অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা ফ্রান্সে মহানবী (স:) কে অবমাননা করার প্রতিবাদে ফ্রান্সকে নিন্দা ও ধিক্কার জানান এবং সমাবেশ থেকে ফ্রান্সের সকল প্রকার বাণিজ্যিক পণ্য বর্জনের ঘোষনা দেওয়া হয়।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাতের প্রচার সম্পাদক ভিডিপি আব্দু সাত্তার,হাজী আশরাফ আলী, বক্তব্য রাখেন আবু কাইছার,কবি সাইফুল মোস্তফা,মুছা কলিমুল্লাহ,ইছরত আলী,আব্দুর রহমান,শায়ের মুহাম্মদ জাহেদুল ইসলাম,হাফেজ মোহাম্মদ আবু হানিফ, শায়ের মোহাম্মদ সেকান্দর হোসাইন এতে অসংখ্য নবী প্রেমী সুন্নী জনতা উপস্থিত ছিলেন।
সঞ্চালনা করেন;হোসাইনি কাফেলার প্রতিষ্ঠাতা জুলুছের উদ্যোক্তা মোহাম্মদ আশরাফ উদ্দীন বাবুল।
অপরদিকে বাদে জুমা বদরখালী তৌহিদী জনতার ব্যানারে
মোঃ রমিজ এবং আলাউদ্দিন আলো, মিনহাজ উদ্দীন, মুসলেমউদ্দীন,বোরহান, এর উদ্যোগে ফ্রান্সে মহানবী (সঃ) কে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়, বিক্ষোভ মিছিলটি বদরখালী বাজার প্রদক্ষিণ করে।
এতে উপস্থিত ছিলেন জনাব এ কে ভুট্টাে সিকদার,সাধারণ সম্পাদক, বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগ গিয়াস উদ্দিন, সভাপতি, ৫ ওয়ার্ড, বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগ,ভি আইপির মাওলানা আবদুল মজিদ, মায়ের দোয়া বাণিজ্যালয়, মামুন, নেজাম সহ নবী প্রেমিক মুসলিম জনতা।
Leave a Reply