ফেঞ্চুগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ১
সিলেটের ফেঞ্চুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠিসোঁটা ও দায়ের আঘাতে সিলেট জেলা যুবলীগ নেতা শহিদুল ইসলাম টিপু (৪৫) গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভেলকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, আহত শহিদুল ইসলাম টিপুর চাচা শফিক মিয়া ও ফজলু মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বুধবার সন্ধ্যার পরে পূর্ব বিরোধীতার জেরে সংঘর্ষ সৃষ্টি হয়। একপর্যায়ে শফিক ও ফজলু মিয়ার ছেলেরা লাঠিসোঁটা ও দা দিয়ে টিপুর মাথায় ও বামহাতে আঘাত করেন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার গুরুতর হওয়াতে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ডিউটি অফিসার জাকির হোসেন বলেন, এ ব্যাপারে আমরা অবগত নই। অভিযোগ বা মামলা কিছু করা হয়নি।
রিপোর্ট :পলাশ দেবনাথ এটিএম নিউজ টিভি
Leave a Reply