নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু ও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।
আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরে ৮ জন, বেগমগঞ্জে ১৫জন, কোম্পানীগঞ্জে ১০জন, কবিরহাটে ২ ও সূবর্ণচর একজন।
তিনি বলেন, গত ১২ ও ১৩ই জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ১৪ই জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। জেলায় এখন পর্যন্ত ১৩৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩৬ জন।
Leave a Reply