নিখোঁজ_সংবাদ….।
কক্সবাজার, রামু উপজেলার নাপিতের চর, ৬নং ওয়ার্ড কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিরকাটা তালিমুল কুরআন হেফজখানার ছাত্র নাপিতের চর পাড়ার নুরুল আলমের পুত্র।
নুর হোসেন (১৪) গত ২০/৮/ ২০২১ ইং শুক্রবার বিকালের দিকে তার নিজ বাড়ি নাপিতের চর থকে
মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি
ফেরেনি।
পরে তার আত্মীয়স্বজনের কাছে অনেক খোঁজাখুঁজি করার পরেও এখনো পর্যন্ত নূর হোসেনের সন্ধান পাওয়া যাচ্ছে না। যদি কিউ নূর হোসেন ছেলেটিকে
পেয়ে থাকেন তাহলে এই ঠিকানায় যোগাযোগ করুন।
গর্জনীয়া বাজার; মসজিদ মার্কেট মধুবন মিষ্টির দোকান, বা ০১৮২৭০৪৪০১৫, ০১৮৩৯৬৫০২৯১
ফোন করুন।
Leave a Reply