নগরীর তপোবন থেকে নবজাতকের লাশ উদ্ধার
সিলেট নগরীর তপোবন আবাসিক এলাকার ডাস্টবিন থেকে একদিন বয়সের এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে নবজাতকের লাশ উদ্ধার করেন কোতোয়ালী থানার এসআই জগত জ্যোতি।
লাশ উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এসআই জগত জ্যোতি।
এসএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, ওসমানী হাসপাতালে ময়না তদন্ত শেষে মানিকপীর কবরস্থানে দাফন করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দাফন করা সম্পন্ন করা হয়।
রিপোর্ট :পলাশ দেবনাথ এটিএম নিউজ টিভি
Leave a Reply