নগরীতে ৯০১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
সিলেট নগরীর শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে ৯০১ পিস ইয়াবাসহ আল আমিন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯।গ্রেপ্তার আল আমিন ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার ইছুলিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে। সোমবার দিবাগত রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় র্যাব বাদী হয়ে আল আমিন বিরুদ্ধে শাহপরাণ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।র্যাব সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর কোম্পানি) এর একটি আভিযানিক দল শাহপরাণ থানা এলাকায় অভিযান চালায়। এসময় আল আমিনকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।অভিযানে নেতৃত্ব দেন র্যাবের-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।
রিপোর্ট :পলাশ দেবনাথ এটিএম নিউজ টিভি
Leave a Reply