ধুনটে বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে মারপিট, আহত ৪
রাকিবুল ইসলাম , ধুনট বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের মারপিটে আহত চার জন হলেন ওই গ্রামের মৃত আলম সাকিদার ছেলে হাবিবুর রহমান সাকিদার (৬৫) হেনা খাতুন, আসিয়া খাতুন ও সাথী খাতুন। এ ঘটনায় আনোয়ার হোসেন সাকিদার বাদী হয়ে ধুনট থানায় লিটন সাকিদার সহ ৪ জনের নাম উল্লেখ রে অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের লাংলু গ্রামের মৃতঃ আলম সাকিদারের ছেলে হাবিবুর রহমান সাকিদারের সাথে প্রতিবেশী মৃতঃ ভুলু সাকিদারের ছেলে লিটন সাকিদারের বসতবাড়ির সিমানা দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশন কে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।
তারই জের ধরে মঙ্গলবার সকালে মৃতঃ ভুলু সাকিদারের ছেলে লিটন সাকিদার (৪০), মৃতঃ লজি সাকিদারের ছেলে দুলু সাকিদার (৫৫), হালিম সাকিদারের স্ত্রী শান্তি খাতুন (৩২), লিটন সাকিদারের স্ত্রী ঝলমলি খাতুন (৩৫) তাদেরকে পিটিয়ে আহত করে আহত করে বলে অভিযোগে বলা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা বলেন, অভিযোগটি সরোজমিনে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে
রাকিবুল ইসলাম
০১৭৪৮৯২৬১৪৯
Leave a Reply