ধুনটে বাঙ্গালী নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
রাকিবুল ইসলাম , ধুনট বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে বাঙ্গালী নদী থেকে মমতা বেগম (৯০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে খবর পেয়ে উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী বাঙ্গালী নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। মমতা বেগম নিমগাছী গ্রামের উত্তরপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন প্রামানিকের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার সকালে সোনাহাটা বাজারস্থ ইউনিয়ন পরিষদ থেকে তার প্রাপ্য ভাতার টাকা তুলে বেড়েরবাড়ী গ্রামে তার মেয়ে কল্পোনা আক্তারের বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়। ওই দিন সকাল ১০টায় বৃদ্ধা মমতা বেগম মেয়ে কল্পনার বাড়ীতে যায়। সেখানে খাবার খেয়ে সকাল ১১টার মধ্যে আবারও নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে বৃদ্ধার মেয়ে বা নিজ পরিবারের কেউ খোজ নেয়নি। ঘটনার দিন সকালে বাঙ্গালী নদীতে লাশ ভেসে থাকার খবর পেয়ে স্থানীয় জনতা ভীর করে এবং স্থানীয়রা সনাক্ত করে বৃদ্ধার স্বজনদের খবর দেয়। রবিবার নিজ বাড়িতে ফেরার কোন এক সময়ে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়া মনে করেন। সংবাদ পেয়ে ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে।
রাকিবুল ইসলাম
01748926149
Leave a Reply