ধুনটে দৃষ্টি প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে স্বপ্নসেবা’র ঈদ সামগ্রী বিতরণ
রাকিবুল ইসলাম, ধুনট বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নসেবা ” এর আয়োজনে ৫০জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ধুনট সরকারী এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এ সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহন করে প্রতিবন্ধীদের মাঝে শাড়ী, লুঙ্গী, লাচ্চা, চিনি, তেল, ডাল ও যাতআত ভাড়া ১০০ টাকা নগদ বিতরন করেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্।
এর আগে সংগঠনের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট সরকারী এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, কলামিষ্ট রেজাউল হক মিন্টু, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মনজুর রহমান, সংগঠনের উপদেষ্টা ও স্থানীয় বিশিষ্ট জনেরা বক্তব্য দেন। এসময় সংগঠনের সদস্য হাফিজুর, ফরহাদ, খালিদ, আলি আশরাফ, রাজু, রিকু, আলমগীর, সজিব,নিত্যানন্দ, প্লাবন, আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রাকিবুল ইসলাম
০১৭৪৮৯২৬১৪৯
Leave a Reply