প্রেস রিলিজ তারিখ : ২৮.১১.২০২০
দিনব্যাপি ২৮ নভেম্বর লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল , জেলা ৩১৫ এ৩’র আয়োজনে আনুষ্ঠানিকভাবে মানবসেবার কার্যক্রমের জন্য পুরস্কৃত করা এবং অসহায় , গরীব ও সুবিধা বঞ্চিত মানুষের সেবা প্রদানের জন্য ,মানুষের জন্য মানবতার, দৃষ্টিনন্দন সাড়া জাগানাে এক অনুষ্ঠান হয়ে গেলাে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া উপজেলার দরুইন গ্রামের মাদ্রাসাতু সালেহা খাতুন মাঠ প্রাঙ্গনে ।
বিশ্বব্যাপি করোনা মহামারির প্রতিকূল পরিবেশের মধ্যদিয়েও লায়ন জেলা ৩১৫ এ৩ এর লান্স ক্লাবগুলাে মাসব্যাপি অক্টোবর ২০ সেবাকার্যক্রম সম্পন্ন করে । We Serve এর আদর্শে অনুপ্রাণিত হয়ে জেলার লায়ন্স ক্লাবগুলাে আর্ত মানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম নিয়ে এগিয়ে এসেছে । জেলা ৩১৫ এ৩ এর ফাউন্ডার গর্ভনর লায়ন অ্যাডভােকেট খন্দকার সেলিমা রওশন দুর্যোগপূর্ণ পরিবেশের মধ্যদিয়েও করােনার আতংককে পাশ কাটিয়ে মাসব্যাপি সেবামূলক কার্যক্রমের নেতৃত্ব প্রদান করেছেন । এরই ধারাবাহিকতায় তিনি সেবা কার্যক্রমে অংশগ্রহণকারী সেবামূলক ক্লাব এবং শ্রেষ্ঠ লায়নদের পুরস্কৃত করেন এই বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উপজেলার দরুইন গ্রামের কৃতি সন্তান , আধুনিক যুগােপযােগি । ডিজিটাল শিক্ষার অন্যতম প্রবক্তা , শিক্ষা সংস্কারক , লায়ন ব্যক্তিত্ব । এবং বিএসবি – ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম . কে . বাশার পিএমজেএফ অনুষ্ঠানটি সার্থকভাবে সম্পন্ন করার জন্য নেপথ্যচারীর ভূমিকা পালন করেন । অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপােষক লায়ন এম.কে. বাশার বলেন , আমি বার বার ফিরে আসতে চাই , আমার জন্মভূমি এই রুইনে মানুষের কল্যাণে নানা সেবামূলক কর্মসূচি নিয়ে । এই জন্য আমি সবার কাছে দােয়া প্রার্থনা করছি ।
অনুষ্ঠানের উদ্যোক্তা এবং জেলা ৩১৫ এ৩ এর ফাউন্ডার গভর্নর লায়ান অ্যাডভােকেট খন্দকার সেলিমা রওশন বলেন , করােনা পরিস্থিতির শত প্রতিকূলতার মধ্যদিয়ে সেবামূলক এই অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে পেরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । সেসময় লায়ন লিডার ও ল্যয়ন ব্যক্তিগণ এই অনুষ্ঠানটি সফল করার নেপথ্যে কাজ করেছেন , তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল ।
অনুষ্ঠানের প্রথম পর্বের প্রধান অতিথিঃ লায়ন আলহাজ্ব আবদুল হক বলেন , সুদর রাজধানী থেকে দূরে এই পল্লী অঞ্চলের লায়নদের এ জাতীয় অনুষ্ঠান দেখে আমি উদ্বেলিত , আন্দোলিত এবং আনন্দিত । এই অনুষ্ঠানের নেপথ্যচারী সফল সংগঠক লায়ন ব্যক্তিত্ব লায়ন এম কে বাশার এবং ৩১৫ এ৩ এর ফাউন্ডার গভর্নর লায়ন অ্যাড , খন্দকার সেলিমা রওশনকে অভিনন্দন জানাচ্ছি আমাকে প্রধান অতিথি করার জন্য ।
দ্বিতীয় পর্বের প্রধান অতিথি জনাব আলম আহমেদ বলেন , এই মহতী অনুষ্ঠানের একটি দাতব্য চিকিৎসালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি । মা – বাবা সাদাকায়ে জারিয়া সেবালয় , অসহায় মানুষদের চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি ।
সমাপনী অনুষ্ঠানে আই ক্যাম্পে সকাল থেকে ২০০ জনকে চক্ষু চিকিৎসা প্রদান করা হবে । শারিরীক প্রতিবন্ধী ১০ জনকে হুইল চেয়ার , দরিদ্র বিমােচনের জন্য ১০ জন মহিলাকে সেলাই মেশিন এবং ৫ জন দরিদ্র অসহায় পরিবারকে ৫ টি ভ্যান প্রদান করা হবে । এছাড়া ১০০ জন গরীব বন্ধ ও বিধবাকে ভাতা দেওয়া হবে প্রতিমাসে ১০০০ টাকা পাবে এক বছরের জন্য , আখাউড়া এলাকার ১০ জন জেলে পরিবারকে ফিসিং নেট দেওয়া এবং অতি দরিদ্র পরিবারের ২০০০ শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়া হবে । ১০ টি পরিবারের ঘর তৈরি ও মেরামত এবং ৪০০ টি পরিবারকে কম্বল প্রদান করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে ।
দ্বিতীয় পর্বে অত্যন্ত আবেগঘন পরিবেশে ধর্মীয় অনুশাসন ভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান ‘ মা – বাবা সাদাকায়া জারিয়া সেবালয় ‘ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় । উদ্বোধন করেন মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলম আহমেদ ।
October Service Month Closing Ceremony – 2020 এর দিনব্যাপি অনুষ্ঠান দুইটি পর্বে অনুষ্ঠিত হয় । অক্টোবর সেবামাসের অনুষ্ঠানের প্রথম পর্বের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আলহাজ্ব আবদুল হক পিএমজেএফ , Council Chairperson , Multiple District 315 । অনুষ্ঠানের সভাপতিত্ব করে Ln . Advocate Kh . Salima Rowshan , ফাউন্ডার জেলা গভর্নর , জেলা ৩১৫ এ৩ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লায়ন একেএম রেজাউল হক এমজেএফ , পিসিসি চেয়ারপার্সন , বাংলাদেশ লায়ন ফাউন্ডেশন এবং লায়ন ফিরােজুর রহমান অলিও , চেয়ারম্যান পিডিজি ফোরাম । অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন লায়ন এস কে কামরুল , চেয়ারপার্সন সার্ভিস কমিটি ও ফাট ভাইস জেল । শুনম এবং নয়ন না ; নূরুল আলম , কো- চেয়ারপার্সন সার্ভিস কমিটি ও সেকেন্ড ভাইস গর্ভনর , জেলা ৩১৫ এ ৩ লায়ন এম . এ . রশিদ শাহ , সম্রাট , পিসিসি , পিডিজি , চেয়ারম্যান , ডিজি অনারী কমিটি , লায়ন্স ক্লাব অফ এটিএম ঢাকা চিটাগাং লায়ন্স ক্লাব অফ এটিএম ঢাকা কক্সবাজার অর্গানাইজার, লায়ন আলহাজ্ব আমিরুল গনি খোকন চেয়ারম্যান এটিএম নিউজ টিভি, সি ই ও এটিএম নিউজ টিভি লায়ন আতাউর রহমান আসাদ লায়ন্স ক্লাব অফ এটিএম ঢাকা চট্টগ্রাম সেক্রেটারি এবং এটিএম নিউজ টিভি পরিচালক লায়ন এস এম হেলাল উদ্দিন লায়ন্স ক্লাব অব এটিএম ঢাকা- চট্টগ্রামের ট্রেজারার।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে দাতব্যচিকিৎসালয় মা – বাবা সাদাকায়ে জারিয়া সেবালয় ‘ চিকিৎসা কেন্দ্রের অনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য বিশিষ্ট রাজনীতিবিদ , সমাজ সংস্কারক এবং মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলম আহমেদ । এছাড়া অনুষ্ঠানে আরাে উপস্থিত বিশিষ্টজনরা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া , মাে . নুর – ই- আলম , উপজেলা নির্বাহী কর্মকর্তা , আখাউড়া , মো: তাকজিল খলিফা কাজল , মেয়র , আখাউড়া পৌরসভা , রসুল আহমেদ নিজামী , অফিসার ইনজাৰ্চ , আখাউড়া থানা , মাে . শওকত আকবর খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার , আখাউড়া উপজেলা । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তাছাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ । এরা হলেন- মাে . মনির হােসেন ( মগড়া ইউপি ) , মাে . হান্নান । ভূইয়া ( উত্তর আখাউড়া ইউপি ) ,মাে:কামরুল ভূঁইয়া ( মনিয়ন্দ ইউপি ) বাসির মাে: আরিফুল হক ( ধরখার ইউপি ), মাে . জালাল উদ্দিন ( দক্ষিণ আখাউড়া ইউপি)
অনুষ্ঠান শেষে অসহায় গরীব এবং শিক্ষার্থীদের মাঝে উল্লেখিত সামগ্রী বিতরণ করা হয় । এই সময় দেশের ও আন্তর্জাতিক খ্যাতিমান ও প্রবীণ লায়নগণ উপস্থিত থেকে এ সফল কার্যক্রমে প্রাণ সঞ্চার করেন ।
Leave a Reply