জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার
জগন্নাথপুরে এক বছরের বিনাশ্রম কারাদ- ও ১২ লাখ ১৫ হাজার ৫৮৪ টাকা অর্থদ- প্রাপ্ত পলাতক আসামী আবুল হোসেন (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের হলদিপুর গ্রামের কালাই মিয়া’র ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে এএসআই মনির হোসাইন তালুকদার ও এএসআই ভোলানাথ সাহা’র নেতৃত্বে একদল পুলিশ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা থেকে এক বছরের বিনাশ্রম কারাদ- ও ১২ লাখ ১৫ হাজার ৫৮৪ টাকা অর্থদ- প্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী আবুল হোসেনকে গ্রেফতার করা হয়। আসামী বিরুদ্ধে চেক ডিজঅনার মামলাসহ আরো একাধিক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আসামীকে মঙ্গলবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্ট :পলাশ দেবনাথ এটিএম নিউজ টিভি
Leave a Reply