“ছাতকে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা”
সিলেট সুনামগঞ্জের ছাতকে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা শনিবার (৩১ অক্টোবর) সকালে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।‘মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশ ও জনতা সম্মিলিতভাবে কাজ করার জন্যই গঠিত হয়েছে কমিউনিটি পুলিশ।ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশের উপদেষ্টা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশের আহবায়ক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, উপজেলা কমিউনিটি পুলিশের যুগ্ম আহবায়ক, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন প্রমুখ।সভায় স্বাগত বক্তব্য রাখেন, থানার ইন্সপেক্টর তদন্ত, সিপিও মিজানুর রহমান।এ সময় মুক্তিযোদ্ধা রজব আলী, ছাতক প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল আলিম, পৌর মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, শিক্ষিকা পারভিন বেগম, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি লাল মিয়া, ইউপি সদস্য হাজী সুনু মিয়া, আতাউর রহমান, ইব্রাহিম আলী, কাজী মারুফ, দুলাল আহমদ, জুয়েল আহমদ, ইউপি সদস্যা আফিয়া বেগম, রওশনারা, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির, কামরুজ্জামান, সাংবাদিক বিজয় রায়, রেজাউল করিম রেজা, আতিকুর রহমান, তমাল পোদ্দার, মাহবুব আলম, সদরুল আমিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল আহমদ, যুবলীগ নেতা বিশ্ব ঘোষসহ স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিএনসিসির সু-সজ্জিত দল উপস্থিত ছিলেন।
রিপোর্টঃ পলাশ দেবনাথ দৈনিক এটিএম নিউজ সিলেট।
Leave a Reply