জামাল হোছাইন, বিশেষ প্রতিনিধি, চট্রগ্রাম
চট্রগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকার রাজমনি কমিউনিটি সেন্টারের সামনে থেকে নুরুল আবসার (২৭) নামের এক যুবককে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (৭ জুলাই) ভোর রাত সাড়ে চারটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুরুল আবসার কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাশিয়াখালির পাহাড়িয়া পাড়া এলাকার বাসিন্দা। র্যাব জানায়- নুরুল আবসার একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। কক্সবাজার থেকে প্রায় সময় সে চট্টগ্রাম নগরীতে ইয়াবা নিয়ে প্রবেশ করেন। আজ ভোরেও সে ২০ হাজার পিস ইয়াবাসহ নগরীতে ঢুকার চেষ্টা করলে র্যাবের হাতে গ্রেফতার হয়।
র্যাবের সিনিয়র সহকারি পুলিশ সুপার মাশহুর রহমান দৈনিক এটিএম নিউজ কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতেই নুরুল আবসার নামের ওই যুবক অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে এবং তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply