চট্টগ্রাম মহানগরে চন্দনপুরা মনু মিয়াজি গলিতে আকস্মিক আগুনে ২ টি বসত বাড়ী পুড়ে গেছে
( সময় রাত ৯ঃ১০) ফায়ার সার্ভিসের ৩ টা ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে —। ফায়ার সার্ভিস সুএে জানা যায় আনুমানিক ৬/৭ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে –। অনেকে বিদ্যুৎ এর সর্ট সার্কিট / গ্যাস সিলিন্ডার ও হতে পারে বলে – আগুনের সুএপাত । কোন হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি—
সংবাদ দাতা – এম হামিদ হোছাইন -দৈনিক এটিএম নিউজ (ডি এম ডি) চট্টগ্রাম।
Leave a Reply