চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ
মনসুর মহসিন চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পুচ্ছালিয়া পাড়ায় বিএস খতিয়ান ৪৯৭ এর ৫০০৮ দাগের পাহাড় ও অপর খতিয়ানের ৫০০৭ দাগের পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে, স্থানীয় কামাল উদ্দিনের পুত্র ড্রাইভার জমির উদ্দিন এবং এস এম আলমগীরের ডাম্পার গাড়ির ড্রাইভার পুতুর বিরুদ্ধে।
স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় সারা রাত ডাম্পার গাড়িতে করে মাটি সরিয়ে পাহাড় নিধন করছে বলে জানা যায়। এই পাহাড়ি জমির বন্দোবস্তি মূলে মালিক পঙ্গু রশিদ আহমদ জানান প্রতি রাতে দুই তিনটি ডাম্পার গাড়িতে করে বিএমচর ইউনিয়নের বিভিন্ন যায়গায় এই মাটি নিয়ে যাওয়া হয়। প্রতি গাড়ি মাটির মুল্য ৬ শত টাকা করে নির্ধারিত বলে নিশ্চিত হওয়া যায়। প্রশাসনের বিভিন্ন দফতরে এ বিষয়ে কোনভাবেই থামছেনা এই পাহাড় কাটা।
এর পার্শ্ববর্তী মৃত আব্দুল হাকিমের পুত্র গিয়াস উদ্দিন খোকন (৫০) ও তার ছেলে মোঃ শিরুন(২৫) মিলে গত একমাস ধরে তাদের পাহাড়ের মাটি বিক্রি করে পাহাড়টি নিধন করে দিয়েছে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরে স্থানীয়রা অভিযোগ করেছেন বলে জানান।
মারাত্মক ঝুঁকিপূর্ণ এই পাহাড় নিধন দ্রুত বন্ধ না করলে, পরিবেশ ও জানমালের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনসাধারণ ও ভুক্তভুগী পরিবার।
Leave a Reply