এম, রিদুয়ানুল হক, নিজস্ব প্রতিবেদকঃ
সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পৌরসভার রেড জোন এলাকায় ২২০০০ টাকা অর্থদন্ড, ০৪ টি দোকান ও একটি টমটম গ্যারেজ সিলগালা করা হয়েছে।
১৪ জুন (রবিবার) বিকাল ৪.০০ টা হতে ১০.০০ টা পর্যন্ত করোনা সংক্রমণ এর বিস্তার রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।
এসময় সরকারি বিধিনিষেধ অমান্য করার কারণে চকরিয়া পৌরসভায় ২০০ টির অধিক টমটম, সিএনজি, অটোরিকশা আটক করে চাবি জব্দ করা হয় এবং ৪ টি দোকান ও একটি টমটম গ্যারেজ সিলগালা করা হয়। মুখে মাস্ক না থাকায় ০৮ জনকে অর্থদন্ড ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৩টি মামলা সহ মোট ২২০০০অর্থদন্ড আদায় করা হয়।
ইউএনও তাবরীজ বলেন- সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে পৌরসভার রেড জোন এলাকায় ২২০০০ টাকা অর্থদন্ড, ০৪ টি দোকান ও একটি টমটম গ্যারেজ সিলগালা করা হয়েছে। তিনি আরো জানান- এ অভিযান চলমান থাকবে, জনগণের স্বাস্থ্য ও জীবণ রক্ষার্থে আরো কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে।
এসময় উপজেলা আইসিটি টেকনিশিয়ান এরশাদুল হক উপস্থিত ছিলেন।
Leave a Reply