চকরিয়া নিজপানখালী বড়ুয়া পাড়ায় সন্ত্রাসী হামলা দোকান ভাঙচুর ও লুটপাট আহত ১
মনসুর মহসিন, স্টাফ রিপোর্টার, এটএম নিউজ, চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া পৌরসভার নিজপানখালী বড়ুয়াপাড়ায় পূর্বশত্রুতার জেরে একদল যুবক সন্ত্রাসী হামলা চালিয়ে প্রভাত কুমার বড়ুয়া (৪৮),কে বেদড়ক পিটিয়ে আহত করে ও দোকান ভাঙচুর এবং মালামাল সহ অর্ধ লক্ষ টাকা লুটের অভিযোগ করেছেন স্থানীয় দোকানদার শশাংক বড়ুয়া।
ঘটনার পরপর বড়ুয়াপাড়ার শত শত নারী পুরুষ ঘটনার প্রতিবাদ জানিয়ে থানার সামনে এসে পুলিশের কাছে বিচারের দাবি জানায়।
ঘটনার বিষয় শুনে তাৎক্ষণিক ভাবে চকরিয়া সার্কেলের এএসপি তফিকুল আলম, চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের সহ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাটি ঘটেছে ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে বড়ুয়া পাড়া এলাকায়।
অভিযোগ সূত্রে জানা গেছে , চকরিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড নিজপানখালী এলাকার
স্বপন বড়ুয়ার পুত্র প্রভাত কুমার বড়ুয়াকে একই এলাকার মোঃ আক্তার এর পুত্র মনজুর আলম ১৫ /২০ জনের সন্ত্রাসী দল নিয়ে অবৈধ অস্ত্র সজ্জিত হয়ে প্রভাত কুমার বড়ুয়া কে বেধড়ক মারধর করে তাদের মারধর সহ্য করতে না পেরে বড়ুয়া পাড়ার স্থানীয় মুদির দোকানদার শশাংক বড়ুয়ার দোকানে ঢুকে পড়লে, ওখানে গিয়েই উপর্যুপরি তাকে আঘাত করে, এসময় মুদির দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন দোকানদার শশাংক বড়ুয়া।
আহত প্রভাত কুমার বড়ুয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় প্রিয়দর্শী বড়ুয়া বাদী হয়ে মনছুর আলম, মোহাম্মদ জোবায়ের, মোঃ সাগর সহ আরও ১০/১২ জন অজ্ঞাত আছে বলে উল্লেখ করে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পাওয়ার পরেই দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply